যা জানবো...
এখানে ধারাবাহিক ভাবে বাংলা ভাষায় HTML এর উপর টিউটোরিয়াল লেখা হয়েছে ।
ডান পাশের ধারাবাহিক লিংক থেকে HTML সম্পর্কিত বিস্তারিত জ্ঞান অর্জন করা
যাবে।
HTML কি?
HTML
একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, যা পৃথিবীর বিশাল তথ্য-ভান্ডারকে
ইন্টারনেটের মাধ্যমে প্রদর্শনের সুযোগ তৈরি করে দিয়েছে। একটা ওয়েব পেজের
মূল গঠন তৈরি হয় HTML দিয়ে। HTML কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, একে
Hyper Text Mark Up Language বলা হয়। Mark Up Language এক সেট Mark Up
ট্যাগের সমন্বয়ে গঠিত হয়। একটা ওয়েব পেজের বিভিন্ন অংশ ব্রাউজারের
মাধ্যমে কিভাবে প্রদর্শিত হবে, তা HTML এ Mark Up ট্যাগ সমূহ ব্যবহার করে
প্রকাশ করা হয় ।
Example
<!DOCTYPE html>
<html>
<head>
<title>Page Title</title>
</head>
<body>
<h1>This is a Heading</h1>
<p>This is a paragraph.</p>
</body>
</html>
No comments:
Post a Comment